প্রচার বার্তা
এই মর্মে পুঠিয়া উপজেলার সম্মানিত ভোটারদের জানানো যাচ্ছে যে, জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ অনলাইনে সেবা কার্যক্রম শুরু করেছে। http://services.nidw.gov.bd এড্রেস এ উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে নিম্নলিখিত সেবাসমূহ পাওয়া যাবে-
১। অনলাইনে জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, কিন্তু এনআইডি কার্ড পাননি);
২। জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ;
৩। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন ও হালনাগাদকরণ আবেদন;
৪। হারানো জাতীয় পরিচয়পত্র পুনরায় উত্তোলন আবেদন;
৫। নতুন ভোটার নিবন্ধন আবেদন;
এছাড়াও, মোবাইলের মেসেজ অপশনে NID স্পেস From No. স্পেস dd-mm-yyyy লিখে ১০৫ নম্বরে প্রেরণ করলে ফিরতি এসএমএস এর মাধ্যমে আবেদনকারীর NID নম্বর জানিয়ে দেয়া হবে। উপরোক্ত সেবা সংক্রান্ত যেকোন প্রকার অনুসন্ধান এর প্রয়োজন হলে-১০৫ নম্বরে কল করা যাবে (ছুটির দিন ব্যতিত) এবং যেকোন সময়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের অফিসিয়াল ফেসবুক পেইজ ‘National ID Card- জাতীয় পরিচয়পত্র’ এ যোগাযোগ করা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস